উত্তরবঙ্গের প্রচার শেষ করে রবিবার জঙ্গলমহলে প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায় তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর হয়ে প্রচারসভা করেন তিনি। ষষ্ঠ দফা অর্থাৎ ২৫ মে ভোট পুরুলিয়ায়। ২০১৯ সালে এই আসন জিতেছিল বিজেপি। তাই এ বার আগেভাগেই ওই আসনে প্রচার শুরু তৃণমূলের। সেখানে জনসভায় প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপিকে একের পর এক তোপ দাগলেন মমতা। মেনে নিলেন, পঞ্চায়েতে কিছু ক্ষেত্রে ভুল হয়েছে। তব সব দায় তাঁদের নয়। কারণ, অনেক পঞ্চায়েতই রয়েছে বিজেপির দখলে।