সম্প্রতি মুক্তি পেয়েছে দিব্যেন্দু অভিনীত ‘মাডগাঁও এক্সপ্রেস’। ছবিতে তাঁর কমেডি দর্শকদের পছন্দ হয়েছে। ছবির একটি প্রচার সাক্ষাৎকারে তাঁকে ‘মির্জ়াপুর’ নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতা জানান যে, তিনি আর এই সিরিজ়ের অংশ থাকছেন না। কিন্তু কেন তিনি সরে দাঁড়িয়েছেন, সে কারণও খুলে বলেছেন দিব্যেন্দু। তিনি বলেন, ‘‘একটা চরিত্রের খুব গভীরে প্রবেশ করা উচিত নয়। তা হলে সেখান থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে দাঁড়ায়। আমার দম বন্ধ হয়ে আসছিল।’’ দিব্যুন্দুর মতে, একটা চরিত্রকে বিদায় জানানোর পরেই বোঝা যায়, চরিত্রটি কতটা অন্ধকার ছিল। মুন্না চরিত্রটির ক্ষেত্রেও সেটাই অনুভব করেছেন অভিনেতা।