
রামসেরা সাত ভাই মিলে তৈরি করতেন ছবি। ১৯৭২ সালে মুক্তি পায় তাঁদের প্রথম ছবি ‘দো গজ় জ়মিন কে নীচে’। প্রযোজনা সংস্থার তৈরি ছবিগুলোর গুণগত মান কেমন, তা নিয়ে সেই সময় দর্শকরা তেমন মাথা ঘামাননি। বস্তুত ভৌতিক প্রেক্ষাপট এবং যৌনতাকে হাতিয়ার করে সেই সময়ে তাঁদের ছবি দর্শক মহলে বিপুল জনপ্রিয়তা লাভ করে। নব্বইয়ের দশকে ছোট পর্দায় তাঁদের তৈরি ‘জ়ি হরর শো’-ও দর্শক মহলে জনপ্রিয়তা লাভ করে।
গঙ্গু রামসের প্রয়াণে বলিউডে শোকের ছায়া। অনেকেই সমাজমাধ্যমে শোকবার্তা জানিয়েছেন। রবিবার বিকালে ওশিওয়াড়া শ্মশানে গঙ্গু রামসের শেষকৃত্য সম্পন্ন হয়।